img

প্রত্যাশা ছাড়িয়েছে অ্যালফাবেটের আয়

2016-11-01 14:30:52
2016110118305286462.jpg

 বিশ্বব্যাপী স্মার্টফোন কেন্দ্রিক বিজ্ঞাপন এবং জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের কারণে তৃতীয় প্রান্তিকে অ্যালফাবেটের মুনাফা এবং রাজস্ব দুটোই বেড়েছে। বিশ্লেষকদের পূর্বাভাসকেও অতিক্রম করেছে এ প্রতিষ্ঠান। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রযুক্তি জায়ান্ট গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের নিট আয় বেড়েছে ২৭ শতাংশ। 

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বলেন, গুগল হোম স্মার্ট স্পিকার, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং এন্টারপ্রাইজ ক্লাউড কম্পিউটিং ব্যবসা নিট মুনাফা ও রাজস্ব প্রবৃদ্ধি এবং মোবাইল বিজ্ঞাপন খাতে ব্যবসা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রেখেছে। বলা হচ্ছে, সেপ্টেম্বরে গুগলের রাজস্ব আয়ের ৮৯ দশমিক ১ শতাংশই এসেছে বিজ্ঞাপন খাত থেকে। বিজ্ঞাপন থেকে গুগলের মোট আয় ১৮.১ শতাংশ বেড়ে ১৯৮২ কোটি ডলার হয়েছে। গুগল সার্চিং এর পাশাপাশি ভিডিও, মোবাইল, ওয়েব ব্রাউজিং, ই-মেইল, ম্যাপিংসহ জনপ্রিয় একাধিক পণ্যের মাধ্যমে ডিজিটাল বিজ্ঞাপন খাতে ক্রমে প্রভাব বিস্তার করছে এ প্রতিষ্ঠান। ডিজিটাল বিজ্ঞাপন খাতে নিজেদের সেবার পরিসর আরো বাড়ানোর পরিকল্পনা করছে এ প্রতিষ্ঠান।

img

সম্পর্কিত পোস্ট