img

শাকিবের নতুন নায়িকা মেঘলা

2016-11-07 07:35:57
2016110712355718453.jpg


২০১৪ সালে মেঘলাকে প্রথম দেখা গিয়েছিল আমি শুধু চেয়েছি তোমায় ছবিতে। এরপর কোনো ছবিতে অভিনয় করেননি তিনি। দুই বছর পর আবার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন। সেটাও ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে। গত সপ্তাহে ছবিটিতে চুক্তিবদ্ধ হন এই নায়িকা। ত্রিভুজ প্রেমের ছবি নবাব-এ শাকিবের দুই নায়িকার এক নায়িকা হিসেবে অভিনয় করবেন তিনি। প্রথমে শোনা গিয়েছিল শাকিব খান ও শুভশ্রী অভিনীত ছবিটির নাম হবে ভ্যালেন্টাইনস ডে। কিন্তু শুটিং শুরুর আগেই নাম বদলে ছবিটির নাম ঘোষণা করা হয় নবাব। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে ছবির আরও এক অভিনেত্রী মেঘলার নাম।

মাঝে লম্বা বিরতি প্রসঙ্গে মেঘলা গণমাধ্যমকে বলেন, এই লম্বা সময়ে একাধিক ছবিতে কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু ওই সময়টায় লেখাপড়াকেই বেশি গুরুত্ব দিয়েছি।

মেঘলার প্রথম ছবির মতো এ ছবিটিও যৌথ প্রযোজনায় হচ্ছে। এ নিয়ে আশাবাদী মেঘলা বলেন, বড় প্রযোজনা প্রতিষ্ঠান, বড় বাজেটের ছবি এটি। ভালো কাজের সুযোগ থাকবে নিশ্চয়ই।

বাংলাদেশে ছবিটি প্রয়োজনা করছে জাজ মাল্টিমিডিয়া। এ মাসের ১৬ তারিখে ছবিটির শুটিং শুরু হবে। ছবিটিতে আরও অভিনয় করবেন রজতাভ দত্ত, অমিত হাসান, সিবা শানু, রেবেকা প্রমুখ।

এসএস

img

সম্পর্কিত পোস্ট