img

যুক্তরাষ্ট্রে ভোটের মহাযুদ্ধ

2016-11-07 22:30:38
2016110803303851724.jpg

Conগোটা বিশ্ববাসীর নজর এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরেই। ওয়াশিংটন ডিসির সঙ্গে ১১ ঘণ্টার পার্থক্য হিসেবে বাংলাদেশ সময় সন্ধ্যার পরেই সেদেশে শুরু হবে ভোটের মহাযুদ্ধ।

হিলারি ক্লিনটন বনাম ডোনাল্ড ট্রাম্প তথা গাধা বনাম হাতি প্রতীকের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে আগামী চার বছরের জন্য কাণ্ডারি নির্বাচিত হবে দেশটির।

১৭৭৬ সালের ০৪ জুলাই যুক্তরাষ্ট্রে স্বাধীনতা ঘোষণা করা হয়। ব্রিটিশদের কাছ থেকে তারা স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার স্বীকৃতি পায় ১৭৮৩ সালের ০৩ সেপ্টেম্বর। আর ১৭৮৯ সালে অনুষ্ঠিত প্রথম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

এসএ

 

img

সম্পর্কিত পোস্ট