img

মা হচ্ছেন বিপাশা

2016-11-08 07:53:59
2016110812535965562.jpg

বিয়ের পর থেকেই হানিমুন, কারওয়া চৌথ সবকিছু দিয়েই বারবার গণমাধ্যমের নজর কেড়েছেন তারকা এ দম্পতি। এখন গণমাধ্যমে জোর গুঞ্জন, মা হতে চলেছেন বিপাশা বসু। 

ভারতীর মিডিয়ার দাবি, বিপাশা বসু ও করণ সিং গ্রোভার তাদের প্রথম সন্তানের জন্ম দিতে সবধরনের পরিকল্পনা শেষ করেছেন। তাই বিপাশা কয়েকমাস ধরে প্রসূতি চিকিৎসকদের কাছে যাচ্ছেন নিয়মিত। মাঝেমধ্যে ক্লিনিকেও যাওয়া আসা করছেন ‘রাজ’ তারকা বিপাশা। তবে এ বিষয়ে কোনোরকম মুখ খোলেনি ‘অ্যালোন’ জুটি করণ বা বিপাশা কেউই।

বলিউডের নামকরা তারকাদের মা হওয়ার যেন ধুম পড়েছে। কিছুদিনের মধ্যে মা ডাক শুনবেন গ্ল্যামার গার্ল কারিনা কাপুর। আর এরই মধ্যে খবর জানা গেলো ধুম তারকা বিপাশার মাতৃত্বের খবর।

বেশ কিছুদিন প্রেম করার পর এবছরের মাঝামাঝি সময়ে প্রেম করে বিয়ে করেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। 

এসএস

img

সম্পর্কিত পোস্ট