img

বাল্যবিয়ে মুক্ত বাগেরহাটের ৩ ইউনিয়ন

2016-11-03 06:11:08
2016110310110830588.jpg

বাগেরহাট: বাল্যবিয়ের করাল গ্রাস থেকে মুক্ত হলো বাগেরহাট সদর উপজেলার তিন ইউনিয়ন পরিষদকে (ইউপি)।

এগুলো হলো- ষাটগম্বুজ, কাড়াপাড়া ও যাত্রাপুর।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে ষাটগম্বুজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস এ তিন ইউপিকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন।

অনুষ্ঠানে তিন ইউনিয়নের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিবাবক ও গ্রামবাসী বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়তে শপথ নেন।

শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমরা সবাই আরও সচেতন হবো। শিশু বয়সে বিয়ে হলে মেয়েদের অনেক ধরনের সমস্যা হয়। আমাদের কোনো বন্ধু-সহপাঠীর জীবন নষ্ট হোক তা আমরা চাই না।

এসএ

 

ontent

img

সম্পর্কিত পোস্ট