img

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ব্যাপক প্রস্তুতি বিএনপির

2016-11-03 06:35:56
2016110310355694308.jpg

আগামী ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা জানান।

তিনি বলেন, আমরা ৭ নভেম্বর বা ৮ নভেম্বরে সমাবেশের অনুমতির জন্য সংশ্লিষ্টদের কাছে আবেদন জানিয়েছি। ৭ নভেম্বর 'বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি।

আমাদের বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে, বলেন তিনি। সমাবেশকে সামনে রেখে

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বােিড়ত বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করে তিনি বলেন, এ ব্যাপারে সরকার শুভ বুদ্ধির পরিচয় দেবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বেলাল আহমেদ প্রমুখ।

img

সম্পর্কিত পোস্ট