img

অভিনেতা থেকে বিচারক সজল

2016-11-09 11:49:38
2016110916493894570.jpg

তার অভিনয় প্রতিভা সবাই দেখেছে, এবার তাকে দেখা যাবে বিচারকের দ্বায়িত্বে। বিচারকের দ্বায়িত্ব পালনকারী অভিনেতার নাম সজল। তবে বিচার করতে তিনি কোনো আদালতে নয়, বসবেন একটি রিয়েলিটি শোর আসরে। এবারই প্রথম এমন দ্বায়িত্ব পালন করছেন অভিনেতা সজল। সেটাও আবার কলকাতায়।

এজন্য গেল এক সপ্তাহ ধরে সেই শহরে অবস্থান করছেন তিনি। এরমধ্যে দুই পর্বের শুটিং শেষ। এই প্রসঙ্গে গণমাধ্যমকে সজল বলেন, শুধু এটুকু বলতে পারি বড় মাপের একটি ড্যান্স রিয়েলিটি শোর শুটিং করছি। গেল এক মাস ধরে চলছে কলকাতার একটি স্টুডিওতে শুটিং হচ্ছে। সেটার তিনটি পর্বে বিশেষ বিচারক হিসেবে থাকছি আমি। 

কিন্তু অনুষ্ঠানটির নাম, কোন টিভির জন্য এটি নির্মিত হচ্ছে এবং এতে অংশ নেওয়া অন্য বিচারক ও প্রতিযোগীদের মধ্যে আর কে কে আছেন- সে বিষয়ে একেবারেই মুখ খোলেননি সজল।

শুধু বলেছেন, কিছু বলবো না চুক্তিতেই অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছি। ফলে কোড অব কন্ডাক্ট ভাঙা যাবে না। তবে শিগগিরই আয়োজকরা নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে খবরটি গণমাধ্যমকে জানাবেন।

এসএস

img

সম্পর্কিত পোস্ট